মোঃ জিল্লুর রহমান : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার থেকে তিনদিনব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মাঠে এই মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন শেষে অতিথিরা ঘুরে ঘুরে প্রতিটি স্টল পরিদর্শন করেন। পরে অতিথিরা মেলায় আগত লেখক, পাঠক, প্রকাশক ও স্টল মালিকদের সাথেও মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বসির আহমেদ, প্রভাষক বেলাল হোসেন সহ অন্যান্যরা। এ মেলায় বইয়ের পাশাপাশি কুটির শিল্প এবং শিশু-কিশোরদের আকর্ষণীয় বিভিন্ন পণ্যের ২০টি স্টল স্থাপন করা হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা চিত্ত অংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ বই মেলা চলবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited