শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

জয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো নিউজিল্যান্ড

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পঠিত হয়েছে

খেলাধুলা ডেস্ক : ঘরের মাঠে পাকিস্তানকে তুলোধুনো করছে নিউজিল্যান্ড। সর্বশেষ ৪ ওয়ানডেতে টানা ৪ জয় পেয়েছে নিউজিল্যান্ড, যেখানে ৩ বারই প্রতিপক্ষ ছিল পাকিস্তান। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৬০ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ওপেনিং জুটিতে ডেভন কনওয়ে এবং উইল ইয়ং মিলে তোলেন ৩৭ রান। ১৭ বলে ১০ রান করে বিদায় নেন কনওয়ে। তিনে নামা কেইন উইলিয়ামসন সুবিধা করতে পারেননি। ২ বলে ১ রান করে বিদায় নেন তিনি। এক প্রান্ত ধরে রেখে খেলে যাচ্ছিলেন ইয়ং। ড্যারিল মিচেলও খুব একটা সুবিধা করতে পারেননি দলের ৭৩ রানের মাথাতে আউট হওয়ার আগে ২৪ বলে মোটে ১০ রান করেছেন মিচেল। ইয়ং ফিফটি ছুঁয়ে ফেলেন। ফিফটির পর সেঞ্চুরির দিকে ছুটেছেন ইয়ং। পরিস্থিতি বুঝে রানের গতি বাড়িয়েছেন। মিচেলের আউটের পর তার সাথে যোগ দিয়েছেন টম ল্যাথাম। ইয়ং এবং ল্যাথামের ব্যাটে চড়ে গতি পায় কিউইদের ইনিংস। চতুর্থ উইকেটে ১১৮ রান তুলেছেন ইয়ং এবং ল্যাথাম। সেঞ্চুরি হাঁকিয়ে ইয়ং থেমেছেন ১১৩ বলে ১০৭ রান করে। ল্যাথাম ফিফটি হাঁকিয়ে ছুটছিলেন। পেয়েছেন দারুণ এক সেঞ্চুরির দেখা। শেষ দিকে নেমে ঝড় তুলেছেন গ্লেন ফিলিপস। ৩৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন ফিলিপস। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। ১০৪ বলে ১১৮ রান করে অপরাজিত ছিলেন ল্যাথাম। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন নাসিম শাহ এবং হারিস রউফ। ১টি উইকেট তোলেন আবরার আহমেদ। জবাব দিতে নেমে পাকিস্তান শুরু করেছে খুবই ধীরেসুস্থে। দুই ওপেনার সাউদ শাকিল এবং বাবর আজম ছিলেন অতি সাবধানী। ১৯ বলে ৬ রান করেন শাকিল। তিনে নামা অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান আগাচ্ছিলেন পিঁপড়াগতির ব্যাটিংয়ে। ১০ ওভার শেষে পাকিস্তান তোলে মাত্র ২২ রান, যেখানে লক্ষ্যটা ৩২১ রান। ম্যাচটা সম্ভবত সেখানেই অর্ধেক হেরে যায় পাকিস্তান। দলের ২২ রানের মাথায় আউট হন অধিনায়ক রিজওয়ান, ১০ম ওভারের শেষ বলে, ১৪ বলে করেছেন মোটে ৩ রান। চারে নেমে সুবিধা করতে পারেননি ফখর জামান। ৪১ বলে ২৪ রান করে বিদায় নিয়েছেন দলের ৬৯ রানের মাথায়। বাবর এক প্রান্ত ধরে খেলছিলেন। পাঁচে নেমে সালমান আলী আঘা ধুমধাড়াক্কা ব্যাটিং শুরু করেন। দলের মাঝে কিছুটা আশার সঞ্চার করেছিলেন সালমান। তবে ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি। ২৮ বলে ৪২ রান করে দলের ১২৭ রানের মাথায় বিদায় নেন সালমান। বাবর ধরে খেললেও রানের গতি ছিল বেশ কম। ফিফটির পর আর বেশিক্ষণ টেকেননি। ৯০ বলে ৬৪ রানের ইনিংস খেলে আউট হয়েছেন বাবর আজম। দলের ১৫৩ রানের মাথায় আউট হন বাবর। ততক্ষণে ম্যাচ প্রায় হেরেই গেছে পাকিস্তান। শেষ দিকে লড়াই চালিয়ে গেছেন পাকিস্তানের বাকি ব্যাটাররা। বিপিএল মাতানো খুশদিল শাহ ছিলেন উজ্জ্বল। ফিফটি হাঁকিয়ে ৪৯ বলে ৬৯ রানের ঝলমলে এক ইনিংস খেলে আউট হন খুশদিল। বাকিদের মধ্যে ১৩ বলে ১৪ রান করে শাহীন শাহ আফ্রিদি। ১০ বলে ১৯ রান করেন হারিস রউফ। শেষ ব্যাটার হিসেবে দলের ২৬০ রানের মাথাতে আউট হন নাসিম শাহ। নিউজিল্যান্ড তুলে নেয় ৬০ রানের জয়। কিউইদের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার এবং উইল ও’রউরকে। ২ উইকেট তুলেছেন ম্যাট হেনরি। ১টি করে উইকেট নিয়েছেন মাইকেল ব্রেসওয়েল এবং নাথান স্মিথ।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ