ডেস্ক রিপোর্ট : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রবাড়ী এলাকায় আন্দোলনরত নিরীহ ছাত্রদের যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করা মো: সোহেল রানা (৩৭)’কে হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় আসামী সুমন মুন্সী (৩৪)’কে গ্রেফতার করেছে র্যাব-১০। উল্লেখ্য গত জুলাই ২০২৪ তারিখ হতে দেশব্যাপী কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও অস্ত্রধারী সন্ত্রাসীরা দেশী-বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর অতর্কিত আক্রমণ করে। যার অংশ হিসেবে গত ১৮ জুলাই ২০২৪ তারিখ রাজধানী ঢাকার যাত্রবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম-দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতা এবং সাধারণ জনগণের উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে উক্ত গুলি ভিকটিম মো: সোহেল রানার মাথার ডান পার্শ্বে এবং বুকের বাম পার্শ্বে একাধিক বুলেটের গুলি লেগে ক্ষত বিক্ষত হয়ে যাত্রাবাড়ী কাজলা মহাসড়কের উপর রক্তাক্ত অবস্থায় পরে থাকে। পরবর্তীতে পথচারী লোকজন ও শান্তিপ্রিয় আন্দোলন রত ছাত্র-জনতা ভিকটিম সোহেলকে দ্রæত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় ভিকটিম মো: সোহেল রানা, পিতা-মো: লাল মিয়া মারা যান। ভিকটিম সোহেল রানা হত্যার অভিযোগে ভিকটিমে এর ভাই বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় অন্যতম এজাহারনামীয় সুমন মুন্সীসহ আনুমানিক দেড় শতাধিক আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৫৮/৮৪০ তারিখ-২০/০৯/২০২৪ খ্রি. ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী সুমন মুন্সীসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।
উক্ত ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক প্রাপ্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত ঘটনায় নিরস্ত্র ছাত্র-জনতা এবং সাধারণ জনগন বৈষম্য বিরোধী আন্দোলন দমনে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনরত একজন নিরীহ সাধারণ জনগন হত্যাকান্ডে জড়িত সুমন মুন্সীসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১২:৩০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর ডেমরা থানাধীন স্টাফ কোয়াটার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ উল্লেখিত রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা মহাসড়কের উপর আন্দোলনে অংশ গ্রহণকারী একজন নিরীহ সাধারণ জনগণ হত্যাকান্ডে জড়িত হত্যা মামলার ৯৮ নং এজাহারনামীয় আসামী সুমন মুন্সী (৩৪), পিতা-আলী মুন্সী, সাং-মিয়াচাঁন মুন্সী, থানা-জাজিরা, জেলা-শরিয়াতপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, উক্ত আসামীর বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাসহ আরো ১৩ টি মামলার এজহারনামীয় আসামী বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited