ডেস্ক রিপোর্ট : হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোহাম্মদ আলাউদ্দিন ওরফে চৌধুরী (৩২)’কে রাজধানীর বংশাল এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
গতকাল ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৫:৪৫ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার বংশাল থানাধীন সিদ্দিক মার্কেট এর সামানে একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মামলা নং-০৫, তারিখ-১০/১১/২০১১, জিআর-১৯৬১/১১ (নোয়াখালী), ধারা-৩৭৯/২০১/৩০২/৩৪ দন্ডবিধি; উল্লেখিত হত্যা মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোহাম্মদ আলাউদ্দিন @ চৌধুরী (৩২), পিতা- আমির হোসেন, সাং-বেতুয়াছারা, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited