শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ ও আহত ১০

  • আপডেট এর সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ বার পঠিত হয়েছে

আল মামুন : গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সাথে বাসের ধাক্কা লেগে চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফ হোসেন। কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশনের ম্যানেজার আজিজুল হক রাজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের পিছনে প্রথমে টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। পরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার নিহত সহ ১০ জন আহত হন।
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাসের ড্রাইভার মন্টু শেখ ও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। প্রায় প্রতিদিনই গোপালগঞ্জের কাশিয়ানী সহ গোপালগঞ্জের বিভিন্ন এলাকার হাইওয়েতে একের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে এর প্রকৃত কারণ বের করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন সাধারন মানুষ।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ