পটুয়াখালী প্রতিনিধি: আব্দুল হাদী তালুকদার ও নুরুন্নাহার হাদী'র ১১তম বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে দশম শ্রেনির ১৪ জন শিক্ষার্থীকে ২ লাখ ৫২ হাজার টাকার বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আব্দুল হাদী ও নুরুন্নাহার হাদী ফাউন্ডেশনের আয়োজনে ও দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ্ উদ্দিন সৈকত'র সভাপতিত্বে এবং দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তাহমিনা সুলতানা মিনা এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক ও সাবেক চেয়ারম্যান, ব্রাক ব্যাংক মুহাম্মদ এ, (রুমি) আলী। বিশেষ অতিথি ছিলেন- দশমিনা কামিল মাদ্রাসার সাবেক অধ্যাক্ষ মাওলানা একেএম মোসলেম উদ্দিন, সাবেক ব্যাংক কর্মকর্তা এমএইচ ফজলু রউফ, সাবেক সহকারী শিক্ষক কার্তিক রঞ্জন শীল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাবেক গাইনী বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো. মুনতাসির মিঈদ ও ব্যবসাী৷ জিয়া তালুকদার, শিক্ষক, অবিভাবক, শিক্ষার্থী সহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় মুহাম্মাদ নওশাদ মাহামুদ অনু। শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ এর মধ্যে দিয়ে বৃত্তি প্রদান অনুষ্ঠানের সূচনা হয়।
https://youtu.be/TeGwmnqeyAk
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited