কাজল খান : মাদারীপুরে এক কৃষকের কয়েক লক্ষাধিক টাকার ফলন্ত ৭ শত পেঁপে গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১ ফেব্রয়ারী) সকাল ৫ টার দিকে মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম মাঠ, এলাকার মি: সান সহ তিন ভাইয়ের ৫৫ শতাংশ চাষী জমি সাত বছরের জন্য ৩৫ হাজার টাকায় ২০২১ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত ননজডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করে লিস নেয় একেই এলাকার সৌরভ খালাসির ছেলে সজল খালাসি।
ভুক্তভোগী পরিবার জানান জমির লিজ এখন পর্যন্ত ৩ বছর মেয়াদ রয়েছে। এর আগেই অভিযুক্তরা আমার প্রায় ২০ লক্ষাধিক টাকার ফলন্ত পেঁপে বাগান মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে বাগান টি মাটির সাথে মিশিয়ে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরাবার তিন জনকে আসামি করে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে কোহিনূর মাতুবার ( ৫২) নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় ভুক্তভোগী সজল খালিসি বলেন, আমি মিস্টার সানসহ তার তিন ভাইয়ের মালিকানাধীন মাদারীপুর সদর উপজেলার শিরখারা ইউনিয়নের পশ্চিমমাঠ গ্রামের বাহির চর মৌজার মোট ৫৫ শতাংশ জমি আবাদের জন্য নগদ ৩৫ হাজার টাকায় ৭ বছরের চুক্তিতে লিসে নিয়ে। জমিতে প্রায় ৭ শত পেঁপে চারা রোপন করি। এতে কয়েক মাস পরেই পেঁপে গাছে ফল ধর শুরু হয়।
আমার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই আমাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে জমি ছাড়ার হুমকি দিতে থাকে অভিযুক্তরা। এ নিয়ে একাধিকবার এলাকায় গন্যমান্য ব্যক্তিরা শালিস বৈঠক করেন। অভিযুক্তরা উক্ত শালিশ না মেনে। আমাকে কোন নোটিশ না দিয়েই মৃত আঃ মজিদ মাতুব্বরের ছেলে জাহাঙ্গীর মাতুব্বর( ৫০) হাশেম মাতুব্বরের ছেলে কোহিনূর মাতুব্বর( ৫০) ও রুপাই মাতুব্বরের ছেলে সাদ্দাম মাতুব্বর (৩০) তার সন্ত্রাসী বাহিনী নিয়ে শুক্রবার ভোরে মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে আমার আবাদি ৭ শত ফলন্ত পেঁপে গাছ কর্তন করে।
আমারা বাধা দিতে আসলে সন্ত্রাসীরা আমার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয়। আমার প্রায় ২০-২৫ লক্ষ টাকার ক্ষতি করেছে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
এসময় ভুক্তভোগী সজল খালিসির মা বলেন, আমার ছেলে একজন কৃষক। সে লিসে জমি নিয়ে এই পেপে গাছ গুলো রোপণ করেছিলো আর তাতে অনেক পেঁপে ধরেছিলো। আমারা প্রায় ২০-২৫ লাখ টাকা বিক্রি করতে পারতাম। অভিযুক্ত জাহাঙ্গীর,কোহিনূর, সাদ্দাম এদের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার ছেলের সম্পদ নষ্ট করেছে। আমরা এখন নি:স্ব হয়ে গেছি, সরকারের কাছে একটাই দাবি আমরা যেন এর সঠিক বিচার পাই।
এবিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর মাতুব্বরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানার ওসি মোঃ মোকছেদুর রহমান বলেন, মাদারীপুর সদর উপজেলা শিরখারা ইউনিয়নের পশ্চিম মাঠ এলাকায় ৭ শত পেঁপে গাছ কর্তন করার সত্যতা পেয়েছি। এ বিষয়ে একজনকে আটক করা হয়েছে।
https://youtu.be/YC9yXeAeTk8
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited