সিলেট প্রতিনিধি : সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের দায়িত্বরদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২১ শে ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগ ও সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ। শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কালে উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান, সিলেট বিভাগীয় আহবায়ক আবুল কাশেম রুমন, সদস্য সচিব তোফায়েল আহমদ, সিলেট জেলা শাখার সভাপতি বাবুল খান মুন্না, সিনিয়র সহসভাপতি আশিকুর রহমান রানা, সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, সহসভাপতি ফখরুজ্জামান ওয়াসিম, আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ মোস্তফা, সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, মোর্শেদ আহমদ খান, সাংগঠনিক সম্পাদক এম বাবর লস্কর, অর্থ সম্পাদক ইমাম উদ্দিন ইমাম, প্রচার সম্পাদক আব্দুল কাজির রাজু, সহ প্রচার সম্পাদক হোসেন আহমদ, দপ্তর সম্পাদক নাজির হোসেন, সহ দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক জুয়েল আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হারুনুর রশিদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার আহবায়ক ইলিয়াস বিন রিয়াসত সিলেট জেলা শাখার কার্যনির্বাহী সদস্য আশরাফ হোসেন জায়েদ, মোহাম্মদ ইসা তালুকদার, সদস্য আব্দুল আলিম, আপন আহমদ, মোরশেদ খান, হারুনুর রশিদ, আবুল কালাম, আজিজুল হক খান, শিহাব উদ্দিন, সিলেট বিভাগীয় কমিটির কার্যকারি কমিটির সদস্য নাজিম উদ্দিন, সাংবাদিক লিমন আহমদ প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কামাল খান বলেন, ১৯৫২ সালে ভাষা শহীদদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন বাংলাদেশ লাভ করেছে। তাদের যথাযথ সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরো বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সাংবাদিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited