অনলাইন ডেস্ক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্যে ‘বীজের গুণাগুণ ও স্বাস্থ্য পরীক্ষা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ূন কবির, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, এগ্রোমেটিওরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. কে এম গোলাম দস্তগীর। এছাড়া কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সময় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই সীড প্যাথলজি সেন্টারকে আরও এগিয়ে নিতে খুব ভালো ভালো উদ্যোগ নিতে হবে। একটা কথা মনে রাখতে হবে, পরিশ্রম ও ত্যাগ ছাড়া কেউ সফল হতে পারেনা। এই প্রশিক্ষণের মাধ্যমে স্নাতকোত্তর শিক্ষার্থীরা বীজের যাচাই, পরীক্ষা ও মাঠ পর্যায়ে কৃষকের সাথে কাজ করতে পারবে। বিশ্ববিদ্যালয় এই কাজে শিক্ষার্থীদের সাহায্য করব। আমি প্রশিক্ষণের সাফল্য কামনা করছি।
আশা করি এই ধরনের কার্যক্রমের ল্যাব এক্সপেরিমেন্টগুলো অত্যন্ত ফলপ্রসূ হবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited