পটুয়াখালী প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ এ নির্বাচনে অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিজয়ী হয়েছেন। মোট ৪২৪ ভোটারের মধ্যে ১৮৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। এতে কলম মার্কার প্রার্থী গাজী আব্বাস উদ্দিন বাচ্চু ৪৭ ভোট পেয়েছেন এবং চেয়ার মার্কার প্রার্থী ১৩৬ ভোট পেয়ে জয় লাভ করেন।
সুষ্ঠভাবে ভোট দিতে পেরে শিক্ষার্থী ও অভিবাবকদের মধ্যে আনন্দের সৃস্টি হয়েছে। নতুন গভর্নিং বডির নেতৃত্বে মাদ্রাসা ও শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে অনেকে মন্তব্য করেছেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited