মাহাবুব সুলতান : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শাপলা হল রুমে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মিটিং নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
আইনশৃঙ্খলার মাসিক মিটিং টি আজ বেলা ১১ টায় কোটালীপাড়া উপজেলার শাপলা হল রুমে নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,, উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য রাখেন।
বক্তাদের প্রতিটি প্রশ্নের উত্তর প্রদান করেন কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ সময় রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ভীম বাগচী বলেন আমরা অনেক ভালো আছি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ সাহেব আসার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে।
কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব সুলতান সহ সাংবাদিক জাহিদ দাড়িয়া,আবুল কালাম বক্তব্যে,স্কুল কলেজের সামনে ইভটিজিং মাদক,বাল্যবিবাহ, রমজানের পবিত্রতা রক্ষা করা সহ ইত্যাদি দিকগুলো তুলে ধরেন।
এ বিষয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির রক্ষা করার জন্য আমি এবং আমার প্রতিটি সদস্য সঠিক ভাবে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে মাদক, চুরি, বাল্যবিবাহ ও জনগণের নিরাপত্তার জন্য সর্বপ্রকার কাজ করে যাচ্ছি এবং কাজ করে যাব।
মাসিক মিটিং এ সভাপতি নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো কঠিনভাবে পরিচালনা ও জনগণের নিরাপত্তার জন্য কাজ করবেন আশা ব্যক্ত করে অনুষ্ঠানটি শেষ করেন।