অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে পেরেছি। এখন আমাদের সতর্ক থাকতে হবে। দায়িত্বশীল আচরণের মাধ্যমে নির্বাচনের দিকে যেতে হবে। নির্বাচন নিয়ে যাতে কোনো বিভক্তি বা বিভাজন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় শামা ওবায়েদের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের মুক্ত চিন্তা করা প্রয়োজন। কারও সাথে মতের মিল নাই হতে পারে। কিন্তু তার মত প্রকাশে জন্য নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা থাকতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ করতে দেখা যায়। নতুন প্রজন্মেকে ইতিবাচক মনোভাব নিয়ে ভাবতে হবে।
তিনি আরও বলেন, ইচ্ছে করলেই সঠিক ইতিহাস মুছে ফেলা যায় না। জিয়াউর রহমানের ভাষণ ও দেশ পরিচালনায় অসাধারণ প্রজ্ঞা নিয়ে গবেষণা করার শেষ নেই। খালেদা জিয়াও স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে গেছেন। কোনো আপস না করে তারেক রহমান জনগণকে নেতৃত্ব দিয়েছেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited