জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ উপজেলার ৪ ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-চরবানিপাকুরিয়া ইউপি চেয়ারম্যান-শাহাদাৎ হোসেন ভুট্রো, শ্যামপুর ইউপি চেয়ারম্যান এস.এম. সাইদুর রহমান সাইদ মাস্টার, ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান লিটু এবং ফুলকোচা ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ। এদের মধ্যে মামুনুর রশিদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক অন্যরা উপজেলা আ’লীগের সদস্য বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা ২৬ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় আসছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আলমগীর জানান-আমি মিটিং শেষ করে চলে আসছি। পরে তাদেরকে গ্রেপ্তারের কথা শুনেছি। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আমার জানা নাই।
মেলান্দহ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির জানান-গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জুলাই-আগস্টে নাশকতার অভিযোগ দেখানো হয়েছে। #