শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা রাকিব হত্যাকারীদের বিচারের দাবিতে শিবচরে মানববন্ধন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থেকে ম্যাগজিনসহ ০১ টি বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১০ জননেতা নাছির উদ্দীন চৌধুরীর বিশাল জনসভা অনুষ্ঠিত বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত ২০২২ সাল থেকে ইউক্রেনে বোমা হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ হতাহত হয়েছে: মনিটর সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের ২৫ লাখ টাকার মোবাইল জব্দ সমাজ ও দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রচেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে : বিএনপি মহাসচিব
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

আইসিসি বাংলাদেশ’র সঙ্গে এডিবি কান্ট্রি ডিরেক্টরের বৈঠক

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পঠিত হয়েছে

অর্থনীতি ডেস্ক: এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং গত সোমবার ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ’র সভাপতি মাহবুবুর রহমান ও নির্বাহী বোর্ড সদস্যদের সঙ্গে এক বৈঠক করেছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- আইসিসি বাংলাদেশ কার্যালয়ের এই বৈঠকে তারা উভয় প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী করার বিষয়ে আলোচনা করেছেন।
সভাপতি মাহবুবুর রহমান এডিবি কান্ট্রি ডিরেক্টরকে স্বাগত জানিয়ে বলেন, এডিবি বহুবছর ধরে আইসিসি বাংলাদেশে’র বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করে আসছে।
২০০০ সালে এডিবির তৎকালীন সভাপতি তাদাও চিনো ঢাকায় অনুষ্ঠিত ‘আইসিসি এশিয়া কনফারেন্স অন ইনভেস্টমেন্ট ইন ডেভেলপিং কান্ট্রিজ’ এ অংশগ্রহণ করেছিলেন। এরপর ২০১৫ সাল থেকে এডিবি ও আইসিসি বাংলাদেশ যৌথভাবে ট্রেড ও সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রামের (টিএসসিএফপি) আওতায় বিভিন্ন কর্মশালা ও কনফারেন্স আয়োজন করে আসছে।
মাহবুবুর রহমান বাংলাদেশে এডিবির ধারাবাহিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) গুরুত্ব¡ তুলে ধরেন।
এডিবি’র কান্ট্রি ডিরেক্টর জিয়ং বলেন, বাংলাদেশে টেকসই উন্নয়নের লক্ষ্যে এডিবির সহযোগিতা অব্যাহত থাকবে। বিশেষ করে বাণিজ্যের ডিজিটালাইজেশন, আর্থিক সুবিধা বৃদ্ধি ও টেকসই ব্যবসায়িক চর্চার ক্ষেত্রে আইসিসি বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন।
বৈঠকে আইসিসি বাংলাদেশের সহ-সভাপতি এ. কে. আজাদ এবং নাসের এজাজ বিজয়, নির্বাহী বোর্ড সদস্য- আব্দুল হাই সরকার, আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), মো. ফজলুল হক, মীর নাসির হোসেন, নাসির উদ্দিন আহমেদ (পাভেল), মোহাম্মদ হাতেম, সিমিন রহমান, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার, আইসিসিবি মহাসচিব আতাউর রহমান, এডিবির সিনিয়র বিনিয়োগ কর্মকর্তা বিদ্যুৎ কুমার সাহা এবং আইসিসি বাংলাদেশের জেনারেল ম্যানেজার অজয় বি. সাহা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ