সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালীর এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও নবীন বরণ, মেধাবৃত্তি প্রদান এবং এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দোয়া অনুষ্ঠান-২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সকাল ১০:০০ ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে এক আনন্দময় পরিবেশে মুখরিত হয়ে এই মিলাদ মাহফিল ও নবীন বরণ, মেধা বৃত্তি প্রদান এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থী, বিদায়ী শিক্ষার্থী, বৃত্তিপ্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয় ফুল ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকগণ মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা ও মেধাবী ১০ জনের হাতে নগদ অর্থ প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে কোরআন হাদিস থেকে আলোচনা করেন, এনায়েতপুর পাক দরবার শরীরের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মুহাঃ আব্দুল আউয়াল এবং মিলাদ পরিচালনা করেন, অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি এনায়েতপুর শাখার ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল মামুন, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক মোঃ জাহিদ হাসান, খামারগ্রাম ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক মোঃ মর্তুজ আলী, এনায়েতপুর থানা আমীর ডাঃ সেলিম রেজা, বিএনপি নেতা সাইদুল ইসলাম ও মোঃ জহুরুল ইসলাম, এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক আলহাজ্ব আব্দুস সালাম (বিএসসি), অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক মোঃ আব্দুল মতিন মিয়া, ধুলিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “শিক্ষা মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের বিদায়ী শিক্ষার্থীরা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। আমরা তাদের সর্বোচ্চ সাফল্য কামনা করি। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের আমরা স্বাগত জানাই, যারা আমাদের বিদ্যালয়ের নতুন সদস্য।”
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মোঃ শান্ত। তিনি বলেন, “বিদ্যালয় আমাদের দ্বিতীয় পরিবার। শিক্ষকদের স্নেহ ও দিকনির্দেশনা আমাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব।”
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited