আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমের ওপর কড়া অবস্থান নিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেসব গণমাধ্যম বা লেখক ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্র ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। একই সঙ্গে তিনি নতুন আইন প্রণয়নের ইঙ্গিত দিয়েছেন, যা ভবিষ্যতে এ ধরনের প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে।
সম্প্রতি মার্কিন সাংবাদিক মাইকেল উলফের নতুন বই ‘অল অর নাথিং: হাউ ট্রাম্প রিক্যাপটেড আমেরিকা’ প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করেন। উলফের আগের বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’, যা ২০১৮ সালে প্রকাশিত হয়েছিল, ব্যাপক আলোড়ন তুলেছিল। নতুন বইটিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নির্বাচনী প্রচারণার ১৮ মাসব্যাপী ঘটনাগুলো তুলে ধরা হয়েছে।
উলফের বই প্রকাশের পর ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথ-এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি লিখেন, “নির্ভরযোগ্য সূত্রহীন, ‘অফ দ্য রেকর্ড’ উদ্ধৃতি ব্যবহার করে ভুয়া বই এবং গল্প প্রকাশ করা হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
উলফের বইকে “মানহানিকর কল্পকাহিনী” উল্লেখ করে ট্রাম্প বলেন, “এই নির্লজ্জ অসততার জন্য বড় মূল্য দিতে হবে। আমি এটা আমাদের দেশের সেবা হিসেবে করব। কে জানে, হয়তো আমরা কিছু সুন্দর নতুন আইন তৈরি করব।”
ট্রাম্প প্রশাসনের গণমাধ্যম নীতির পরিবর্তন ইতোমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকের সংবাদ সংগ্রহে এপি, রয়টার্স ও ব্লুমবার্গসহ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার সাংবাদিকদের প্রবেশ করতে দেয়নি হোয়াইট হাউস। মার্কিন কর্মকর্তাদের মতে, প্রশাসনের নতুন মিডিয়া কভারেজ নীতির অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে এই কঠোর অবস্থান ট্রাম্পের সামগ্রিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা নতুন এক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited