শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ রাজধানীর কদমতলী এলাকা হতে ০২ টি বিদেশি পিস্তল ও গুলিসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মায়ের পরকীয়ার বলী কিশোরী উর্মী ; গ্রেফতার মা-বাবা দুলাভাই। বাগদান সম্পন্ন করলেন টেলর সুইফট পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

শেরপুরে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের আইসিটি প্রশিক্ষণ সনদ প্রদান

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পঠিত হয়েছে

মো. নমশের আলম : কওমি মাদ্রাসায় পড়ালেখা করে মসজিদের ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষক হিসেবে কেবল ক্যারিয়ার গঠন নয়, বরং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যম উন্নত জীবন গঠন এবং উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠতে হবে। চাকরি খোঁজা নয়, নিজের কর্মসংস্থানের সুযোগ নিজেকেই সৃষ্টি করতে হবে। এই লক্ষ্যে শেরপুরে কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করা হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের ‘এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট এন্ড ইকোনমি’ (এজ) প্রকল্পের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কারিগরি সহায়তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে শেরপুর জেলায় ২টি ব্যাচে ২৫ জন করে ৫০ জনকে ২০ দিনব্যাপী আইসিটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের তুলসিমালা ট্রেনিং কাম কনফারেন্স সেন্টারে প্রশিক্ষণ সমাপনী সনদপত্র ও উপকরণ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
প্রশিক্ষক মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জীএমএ. মুনীব, প্রেসক্লাবের কার্যকরী সভাপতি কবি-সাংবাদিক রফিক মজিদ, আইসিটি উদ্যোক্তা আব্দুস সাত্তার রণি প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, ‘ধর্মীয় শিক্ষার সাথে সাথে আমাদেরকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানেও দক্ষতা অর্জন করতে হবে। এই প্রশিক্ষণ কর্মসূচি খুবই ভালো একটি উদ্যোগ। এতে মাদ্রাসার শিক্ষার্থীরাও আইসিটিতে দক্ষতা অর্জন করে আয়-উপার্জন করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।’

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ