বাগেরহাট জেলা সংবাদদাতা
পবিত্র মাহে রমাজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট সদর ও শহর শাখার যৌথ উদ্যোগে বাগেরহাট শহরে বর্ণাঢ্য র্যালি হয়েছে।২৮ ফেব্রুয়ারি ( জুম'আ বার) বিকাল ০৩ঃ০০টায় র্যালিটি বাগেরহাট শহরের কেন্দ্রীয় জামে মসজিদ (পুরাতন কোর্ট মসজিদ) থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।র্যালিতে বাগেরহাট সদর ও শহর শাখার হাজার হাজার নেতা কর্মী মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিভিন্ন পতাকা ও প্লাকার্ড সহকারে অংশগ্রহণ করে।
র্যালি চলাকালীন সময়ে শহরের চতুর্পাশে রাস্তাঘাট লোকেলোকারণ্য হয়ে যায়। রালিতে অংশগ্রহণকারীদের তাকবীর ধ্বনি এবং আহলান সাহলান,মাহে রমাজান স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়। উক্ত র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা রেজাউল করিম।উক্ত র্যালিতে আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, যুব বিভাগের সভাপতি শেখ মনজুরুল হক (রাহাদ) সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক ও অ্যাডভোকেট মুস্তাইন বিল্লাহ, সদর উপজেলা জামাতের আমির ফেরদৌস আলী, শহর আমির শামীম আহসান, উপজেলা সেক্রেটারি মাওলানা লিয়াকত আলী, শহর সেক্রেটারি ইসাদুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited