সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন গণস্বাক্ষর স্বারক লিপি প্রদান খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন আন্তর্জাতিক মানদণ্ডে আমদানি মূল্য পরিশোধের নির্দেশনা ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফেসবুক বজ্রপাত ও বৃষ্টির সময় যে দোয়াটি পড়া উত্তম ফাইনালে অনিশ্চয়তা, চোটে পড়লেন লেভানডোভস্কি দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ক্রিস্টেন স্টুয়ার্ট নকশার ব্যত্যয় নির্মাণাধীন ঢাকার ৩৩৮২টি ভবন ভাঙা হবে ঢাকায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন সুন্দরবনের জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। বিভিন্ন খালে বিষ প্রয়োগের মাধ্যমে চলছে মাছ শিকার।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

বোয়ালমারীতে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

  • আপডেট এর সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পঠিত হয়েছে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: মুকুল বসু 
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ‘কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ’-এর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অভিভাবক প্রতিনিধি বাছাইয়ের জন্য কলেজে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ৬ জন ‘অভিভাবক প্রতিনিধি’ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মফিজুল কাদের খান ৫০৩ ভোট পেয়ে ১ম, বোয়ালমারী পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ আতিকুল আলী ৪৪৭ ভোট পেয়ে ২য়, বোয়ালমারী উপজেলার সাবেক চেয়ারম্যান একেএম জামাল উদ্দিন নান্নু মিয়ার পুত্র এ কে এম শহিদ উদ্দিন জামান ৩৯০ ভোট পেয়ে ৩য়, সাংবাদিক খান মোস্তাফিজুর রহমান ৩৬৩ ভোট পেয়ে ৪র্থ ও এস এম শহিদুল ইসলাম ২৫৬ ভোট পেয়ে ৫ম,অসীম সাহা ২৩৬ ভোট পেয়ে ছয়জনের মধ্যে ষষ্ঠ হন। এদিকে শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত (সিলেক্টেড) হয়েছেন কলেজের শিক্ষক আব্দুল মান্নান, মুকাররিবুর রহমান ও দিল আশরাফি। ভোট গ্রহণের দায়িত্বে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার রনজিৎ কুমার দাস বলেন, ভোট গ্রহণ ও ভোট গণণা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মোট ভোটার ছিলেন ১৩৮০ জন। এর মধ্যে ৮০৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

 

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ