বিনোদন ডেস্ক: ফেসবুক তর্কে জড়ালেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ও শবনম বুবলী। অভিযোগ পরীর সন্তানকে নিয়ে বানানো ভিডিও নকল করে নিজের সন্তানের জন্য বানালেন বুবলী। বুবলী দায় অস্বীকার করে বললেন, কাউকে কপি করেননি তিনি। ঘটনা বেশ কিছুদিন আগের। পরী-বুবলীর যুদ্ধে যোগ দিয়েছেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি। পরীকে ইঙ্গিত করে বেশ কয়েকটি মন্তব্য করেছেন তিনি। তাতেই আরও ক্ষেপে যান পরীমনি। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, দুজনে একে অন্যের চেহারা দেখাও বন্ধ করে দেন। এদিকে বুবলীর সঙ্গে সম্পর্ক খারাপের পর পরীমনিকে কাছে টেনে নেন নায়িকা অপু বিশ্বাস। নিজের বোন বলেও সম্বোধন করেছেন পরীকে। তবে অপুকে নিয়ে তখনও সন্দিহান পরী। এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, অপুদির সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে। অপুকে নিয়ে পরীর এমন মন্তব্যের পর দুই নায়িকার সম্পর্ক নিয়ে ভক্তরা দ্বিধাদ্বন্দ্বে পড়লেন। আসলে সম্পর্ক কেমন? অপু একটি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, অ্যানাউন্সমেন্ট, ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট। অন্যদিকে গত শনিবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে পরী লিখেছেন, অ্যানাউন্সমেন্ট বোলে! তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট!! বাবাগো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েকশ এর থেকে ভালো রিলস বানায় রেনডমলি! এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগির অস্তিত্ব নিয়ে লারাবাড়া করে দিলো সেটা আর বলতে..’। আর পরীর স্ট্যাটাসে অপুর সেই ঘোষণাই ব্যঙ্গাত্মক করতে দেখা গেছে। পরী লেখেন, অহংকার আর আত্ম-অহংকারের তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করো। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই অভিনেত্রীকে নিয়মিত ফলো করেন। তারা ঠিকই বুঝে নেবেন বিষয়টা। শুধু তাই নয়, অপু বিশ্বাসের ফেসবুক পেইজ, অ্যাকাউন্টে বিভিন্ন রিলস, ভিডিও প্রকাশ পায়। পরীমনির স্ট্যাটাসের নিশানায় সেসবও ছিল। যে কারণে ভক্তদেরও বুঝতে কষ্ট হয়নি কাকে উদ্দেশ্য করে স্ট্যাটাসটি দিয়েছেন পরীমনি। হঠাৎ দুজনের ভালো সম্পর্ক হঠাৎ কেন খারাপ হয়ে গেল, সেই প্রশ্নের উত্তরের খুঁজছেন ভক্তরা।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited