মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্নিণী

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৪৬ বার পঠিত হয়েছে

বিনোদন ডেস্ক:

সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ফ্লোরিডায় তিনটি পুরস্কার পেয়েছে বাংলা সিনেমা বিনোদিনী। শুধু তাই নয় দর্শকপ্রিয় টালিউডের এ সিনেমাটির জন্য অডিয়েন্স চয়েজ অ্যাওয়ার্ডের পাশাপাশি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুক্নিণী মৈত্র। আর বিনোদিনীর জন্য বেস্ট ডিরেক্টরের খেতাব পেয়েছেন রামকমল মুখার্জী। পুরস্কার পাওয়ার প্রসঙ্গে পরিচালক ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘দর্শকদের ভালোবাসার পরে আন্তর্জাতিক স্তরে সম্মান পেল ছবিটা। রিঅ্যাকশনগুলো পেয়ে মনে হয়েছে যাবতীয় কষ্ট সার্থক। ফ্লোরিডায় হাউজফুল শো ও তারপরে তিনটা অ্যাওয়ার্ড পাব, এটা ভাবতেই পারিনি।’ তিনি আরও বলেন,‘রুক্নিণী ও পুরো ইউনিটের সবার কঠোর পরিশ্রম ছিল। তাই বেশ কয়েকটা বিভাগে এভাবে স্বীকৃতি পাওয়া দারুণ আনন্দ দিয়েছে। ছবির কস্টিউম, সিনেমাটোগ্রাফিও সকলের পছন্দ হয়েছে।’ এদিকে খুব তাড়াতাড়ি তারপরের বাংলা ছবি ‘লক্ষ্ণীকান্তপুর লোকাল’ নিয়ে আসছেন রামকমল মুখার্জী। পরের কাজ প্রসঙ্গে তিনি বলেন, আমার দ্বিতীয় বাংলা ছবির কাজ অনেকটা হয়ে গিয়েছে। বিনোদিনীর থেকে একেবারে ভিন্ন মেজাজের এ ছবি।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ