গাইবান্ধা প্রতিনিধি : মোঃ জিল্লুর রহমান
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসার ৩ হাজার ছাত্রদের মধ্যে পহেলা রমজান থেকে মাসব্যাপী ইফতার ও খাবার বিতরণ কার্যক্রম শুরু করেছে।
জানা গেছে, উপজেলার প্রানিত্মক অঞ্চলের ৩০টি মাদ্রাসায় একদিন করে তিন হাজার জন কুরআন পড়ুয়া শিক্ষার্থীদেরকে ইফতার করাবে সংগঠনটি। বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষের অর্থায়নে এই ইফতার বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও ফাউন্ডেশনে বিভিন্নভাবে সহযোগিতা করছেন ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, সু প্যালেস, গাইবান্ধা, ভিক্টর লাইফস্টাইল লিমিটেড।
সংগঠনের সভাপতি আশিকুর রহমান শাওন বলেন, জোনার ফাউন্ডেশন ২০২০ সালে জুলাই মাসে কর্ম এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়ন, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য সমপূর্ণ অরাজনৈতিক, অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সেচ্ছাসেবী সংস্থা হিসাবে আত্ম প্রকাশ করে। তিনি আরও বলেন, জোনার ফাউন্ডেশনের উদ্যোগে দু:স্থ রোজাদার ব্যক্তিদের জন্য বিনামূল্যে ইফতার প্রদান কার্যক্রম এবং স্বাক্ষর জ্ঞান ও কুরআন শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited