শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুঙ্গিয়ারগাঁও বাজার ময়লা আবর্জনা পরিষ্কার উদ্যোগে ইউ এন ও জরাজীর্ণ অবকাঠামোতেই চলছে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা কর্ণফুলী টানেল বহির্ভূত খাতে ৫৮৫ কোটি টাকা আত্মসাৎ তাফাল বাড়ি স্কুল এন্ড কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত সাঘাটায় মসজিদের পাশে করাত কল, নিয়মবহির্ভূত লাইসেন্স বিভাগীয় তদন্ত টিম সাঘাটায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ রাজধানীর কদমতলী এলাকা হতে ০২ টি বিদেশি পিস্তল ও গুলিসহ ০২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। মায়ের পরকীয়ার বলী কিশোরী উর্মী ; গ্রেফতার মা-বাবা দুলাভাই। বাগদান সম্পন্ন করলেন টেলর সুইফট পূর্ব সুন্দরবনে দুই হরিণ শিকারি আটক।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণা দিলো পিসিবি

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৬৩ বার পঠিত হয়েছে

খেলাধুলা ডেস্ক:

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য নতুন অধিনায়কের নেতৃত্বে দল ঘোষণা করেছে পাকিস্তান। সালমান আলি আগাকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং শাদাব খানকে সহ-অধিনায়ক করা হয়েছে। ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে এই সিরিজ। ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানই থাকছেন, আর তার ডেপুটি হিসেবে থাকবেন সালমান আলি আগা। তিন ম্যাচের ওডিআই সিরিজটি হবে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত। ২০২৫ এশিয়া কাপ ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তান দল গঠনের পরিকল্পনা থেকেই সালমানকে অধিনায়ক করা হয়েছে। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়ে ২-১ ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। এদিকে, ফখর জামান ও সাইম আইয়ুব চোটের কারণে দলে নেই। ফখর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাঁজরে চোট পান, আর সাইম জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচে গোড়ালির চোটে পড়েন। তবে তারা পিএসএলের জন্য ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে আকিব জাভেদ দায়িত্ব পালন করবেন, আর ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হচ্ছেন মোহাম্মদ ইউসুফ।

টি-টোয়েন্টি স্কোয়াড:

সালমান আলি আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, হারিস রউফ, হাসান নওয়াজ, জাহানদাদ খান, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আলি, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, উসমান খান।

ওডিআই স্কোয়াড:

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মোকিম, তায়্যাব তাহির। টি-টোয়েন্টি সিরিজের পর একজন উইকেটরক্ষক-ব্যাটার দলে যোগ দেবেন।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ