সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন আন্তর্জাতিক মানদণ্ডে আমদানি মূল্য পরিশোধের নির্দেশনা ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলো ফেসবুক বজ্রপাত ও বৃষ্টির সময় যে দোয়াটি পড়া উত্তম ফাইনালে অনিশ্চয়তা, চোটে পড়লেন লেভানডোভস্কি দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ক্রিস্টেন স্টুয়ার্ট নকশার ব্যত্যয় নির্মাণাধীন ঢাকার ৩৩৮২টি ভবন ভাঙা হবে ঢাকায় ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন সুন্দরবনের জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। বিভিন্ন খালে বিষ প্রয়োগের মাধ্যমে চলছে মাছ শিকার। ঠাকুরগাঁও সদর থানার ওসিকে স্ট্যান্ড রিলিজ করেছেন রংপুর ডিআইজি।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

রাজধানীর কাফরুল এলাকায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব।

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২৩ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন এলাকায় বসবাসকারী ভিকটিম (২৭) স্বামী পরিত্যাক্তা হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করে জীবিকা নির্বাহ করে আসছেন। একই এলাকায় বসবাসকারী মো. নজরুল ইসলাম আরিফ (৪৮) সহ অন্যান্য সহযোগীগণ ভিকটিমকে মালয়েশিয়া গার্মেন্টসের কাজে প্রায় ৭০-৮০ হাজার টাকা বেতনের প্রলোভন দেখায়। পরবর্তীতে ভিকটিম তাদেরকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং পাসপোর্ট প্রদান করেন। গত ০২-০২-২০২৫ তারিখ আনুমানিক বিকাল ১৬.০০ ঘটিকায় ভিকটিমকে গার্মেন্টসের কাজে ট্রেনিং এর কথা বলে রাজধানীর কাফরুল থানার গোল্ডেন আবাসিক হোটেল এর পঞ্চম তলায় নিয়ে যায়। ভিকটিম কোন কিছু বুঝে ওঠার পূর্বেই ধর্ষক মো. নজরুল ইসলাম আরিফ (৪৮)’সহ অপরাপর আসামীগণ একটি রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক পালাক্রমে গণধর্ষণ করে এবং আসামীগণ বিদেশে ভিকটিমকে দিয়ে পতিতাবৃত্তি করাবে মর্মে হুমকী প্রদান করে। পরের দিন সকাল আনুমানিক ০৮.৩০ ঘটিকায় ভিকটিমকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

উক্ত ঘটনায় ধর্ষনের বিষয়টি তার পরিবারের অন্যান্য সদস্যদের জানায়। এরপর ভিকটিম এর অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করতঃ ভিকটিম বাদী হয়ে ডিএমপি, ঢাকার কাফরুল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত গণধর্ষণে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১ এর সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে  গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক ৯নং আসামী মোঃ নজরুল ইসলাম আরিফ কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ