প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১২:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৫, ২:০১ পি.এম
রায়পুরে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান।

খোরশেদ রনি, রায়পুর
লক্ষ্মীপুরের রায়পুর শহরে ২৪টি ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইমরান খানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এদিকে শহরের সড়ক গুলোর দুই পাশের অর্ধেক করে দোকানদারদের মালামাল, রিক্সা, রিক্সাভ্যান, অটো চার্জার, চার্জার ভ্যান, পিকআপ, ছোট-বড় ট্রাকের দখলে থাকায় দিনে-রাতে সমান তালে রায়পুর শহর তীব্র যানজটের কবলে পড়ে রয়েছে। তীব্র যানজট আর বিভিন্ন ধরনের দোকান বসায় সেই সাথে কার, মোটর-সাইকেল যত্রতত্র পার্ক করে রাখায় সবধরনের যান চলাচলে ও পথচারীদের চলাচলের সবরকম সুবিধা বঞ্চিত হওয়াসহ এলাকার মানুষজনের দীর্ঘ প্রশান্তিতে ভুগছে। পৌর প্রশাসন মাঝে-মধ্যে অভিযান চালিয়ে ফুটপাত দখল মুক্ত করলেও তা' সবসময় পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। যার ফলে তীব্র যানজট নিরসন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
বর্তমান অভিযানও সাময়িক যানজট স্বাভাবিক হয়ে আসলেও আবারো পূর্বের অবস্থায় (যানজট ও ফুটপাত দখল) ফিরে আসবে বলে আশংকা প্রকাশ করে মন্তব্য করছেন এলাকার ভুক্তভোগী জনগণ।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited