শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রধান উপদেষ্টা আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন গলায় ওড়না পেঁচিয়ে নির্বাচন অফিসের কর্মরত বিথী আক্তারের আত্মহত্যা। করোনা সংক্রমণের আশঙ্কায় ময়মনসিংহ মেডিকেলে নেয়া হয়েছে প্রস্তুতি দেশে বাড়ছে করোনার নতুন ধরনের ভাইরাসের সংক্রমণ কুষ্টিয়ায় মিলল নিহত সাবেক এমপি আনারের ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ি দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোয় গ্যাসের বিপুল বকেয়া বিল এবার কোরবানির চামড়া সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে বাণিজ্য উপদেষ্টা প্রেমের বিষয়ে আর কোনো ভুল করতে নারাজ অনন্যা কোরবানির পশুর হাড় বিক্রি নিয়ে ইসলাম যা বলে নওগাঁয় ৫ থেকে ৬ কোটি টাকার চামড়া বাণিজ্যের সম্ভাবনা
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

গজারিয়ায় বেল্টে জড়িয়ে শ্রমিকের হাত বিচ্ছিন্ন

  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৪০ বার পঠিত হয়েছে

 

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:মোয়াজ্জেম হোসেন জুয়েল

মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী অঞ্চলে পেপার মিলের কনভেয়র বেল্টে জড়িয়ে এক শ্রমিকের এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিকের নাম ইরফান (২৩)। সে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের নতুনচর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে। সে হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে ওয়েল্ডার হিসেবে চাকরি করতো।

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন আহত শ্রমিক ইরফানের স্বজনরা। এর আগে ওই দিন দুপুরে উপজেলার হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ইরফান সিটি গ্রুপের মালিকানা দিন হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে হোসেন্দী শিপ বিল্ডিং লিমিটেড ইন্ডাস্ট্রিতে ওয়েল্ডার হিসেবে কাজ করতো। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানটির একটি কর্মকর্তা তাকে ইউকে বাংলা পেপার মিলে কাজ করার জন্য নিয়ে যান । সেখানে কাজ করার সময় দুপুর বারোটার দিকে তার ডান হাত পেপার মিলের কনভেয়র বেল্টের সাথে জড়িয়ে যায়। এ সময় তার আত্মচিৎকার আশপাশের লোকজন ছুটে এসে তাকে টেনে বেল্টে জড়িয়ে যাওয়া থেকে রক্ষা করলেও তার ডান হাতটি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে কোম্পানির গাড়িতে করে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

আহত শ্রমিকের মামা জহিরুল ইসলাম বলেন, ‘ বাবা মারা যাওয়ার পর খুব কষ্ট করে সংসার চালাচ্ছিল আমার এই ভাগিনা। আজকে এই খবরটি শোনার পর আমরা অনেক কষ্ট পেয়েছি। তার যাতে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং সে যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় আপনারা সেদিকে একটু খেয়াল রাখবেন’।

এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানতে সিটি অর্থনৈতিক অঞ্চলের গেটে যাওয়া হলেও সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ।

বিষয়টা সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন,’ বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজখবর নিয়ে দেখছি’

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ