বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্থারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (০৬মার্চ) বেলা ১১
টার দিকে স্থানীয় ঝনঝনিয়া চেয়ারম্যান মোড়ে এ রক্ত সংঘর্ষের ঘটনা ঘটে।এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জন কে আশংকজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। বাকীদের রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। প্রকাশ্য দিবালোকে এ সংঘর্ষের খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ঝনঝনিয়া চেয়ারম্যান মোড়ে একটি মৎস্য আড়ৎ ও কিছু জমি নিয়ে সিদ্দিক শেখের সাথে একই এলাকার আরজ আলী ও তার ভাই মহিদ শেখের সাথে বিরোধ চলে আসছিল। আর এই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ওই মৎস্য আড়তের সামনে উভয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় দুই সাথে স্থানীয় বিএনপি সমর্থিতরা জড়িয়ে পড়ে। দুই পক্ষের দেশীয় অস্ত্র লোহার রড, হাতুড়ী, লাঠি ও দা নিয়ে হামলা, পাল্টা হামলা করে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন গুরুতর জখম হন। এর মধ্যে বেশী আহতরা হলেন, উপজেলার ঝনঝনিয়া গ্রামের আল আমিন (৪০), আজমল শেখ (৪৩), শহিদ ব্যাপারী (৩৬), আবুল কালাম (৪০), বাবুল শেখ (৩৫), শামীম শেখ (২২), আহম্মদ আলী (৪২), ইসমাইল শেখ (৩৫), আশরাফ আলী (৫৫), তাহিদুল
ইসলাম (৪০), হোসাইন শেখ (১৮), তারেক শেখ (৩৫), ফারুক হোসেন (৫৫) আবুল কালাম (৩০) ও মাহিদ শেখ (৫০)। এ বিষয়ে রামপাল উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম বলেন, আমাদের লোকজনের উপর হামলা হয়েছে। আমাদের ১০/১২ জনকে কুপিয়ে ও হাতুড়ী-রড
দিয়ে আঘাত করে পা ভেঙ্গে দিয়েছে। আমাদের ৭ জনকে খুমেক হাসপাতালে নেয়া হয়েছে। আমার বাড়ীঘর ভাংচুর করার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন বলেন, আমি ব্যাক্তিগতভাবে দলীয় শান্তি শৃক্সখলা বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু
ভাগা এলাকার আকো নামের একজন ঝামেলা করছে ঝামেলা করছে। সে লোকজন নিয়ে রামপাল কলেজ ছাত্রদলের সাবেক সেক্রেটারির পিতার দোকান ভাংচুর ও তার পিতাকে মারপিট করেছে। রামপাল থানার ওসি মো. সেলিম রেজা বলেন, উপজেলার ঝনঝনিয়া এলাকায় সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝনঝনিয়া, চেয়ারম্যান মোড়, ভাগা ও রনসেন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি সেলিম রেজা।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited