মোঃ কামরুল ইসলাম টিটু স্টাফ রিপোর্টার:
আজ ০৫ মার্চ ২০২৫ তারিখ বুধবার দুপুর ২ টায় জাতীয় জরুরি সেবা (৯৯৯) হতে জানায় যে, এমভি মা বাবার দোয়া নামক একটি ফিশিং বোট বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন পূর্বে সমুদ্রে যাত্রা করে। বর্তমানে বোটটির ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভেসে আছে। বোটটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে।
বর্তমানে বোটের ক্রুরা বিপদের মধ্যে আছে এবং সাহায্যের আবেদন জানিয়েছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ আউটপোস্ট দুবলা থেকে ৪ সদস্য বিশিষ্ট একটি উদ্ধারকারী দল তৎক্ষনাৎ উদ্ধার অভিযানের নিমিত্তে গমন করে। অতঃপর উদ্ধারকারী দল বোটের অবস্থান শনাক্ত করে এবং সফলভাবে বিকল ইঞ্জিনসহ বোটটির ১৩ জন ক্রুকে উদ্ধার করে। পরবর্তীতে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল তাদের নিরাপদে দুবলার চরে নিয়ে আসে। উদ্ধারকৃত বোটটির মালিকপক্ষ জানায়, তারা নিজস্ব ব্যবস্থাপনায় বোটটি মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে বরিশালের উদ্দেশ্য যাত্রা করবে।
বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যহত থাকবে।
মোঃ কামরুল ইসলাম টিটু
বাগেরহাট শরণখোলা
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited