লক্ষীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে রায়পুরে রমজান উপলক্ষ্যে রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে যাকাত বিষয়ক সেমিনার ও কোরআন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মঞ্জুর হোসাইন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি কুরআন হাদীসের আলোকে যাকাতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “নামাজ পড়াও যেমন ফরজ, সামর্থ্যবানদের জন্য যাকাত আদায় করাও ফরজ”। এছাড়াও তিনি যাকাত আদায় না করার ভয়াবহতার দিকও তুলে ধরেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে অভিবাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ করা হয়। এবং সবাইকে কুরআন পড়ায় উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুহাম্মদ নিজাম উদ্দীন, উদ্বোধনী বক্তব্য রাখেন একাডেমিক ইনচার্জ আশরাফুল ইসলাম রাকিব। এসময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষীকা ছাড়াও অভিবাবকেরা উপস্থিত ছিলেন।