শেরপুর প্রতিনিধি:
শেরপুর, ৬ মার্চ ২০২৫: শেরপুর জেলার ঝিনাইগাতী থানার শালচুড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ মার্চ) রাত আনুমানিক ৪টা ৫ মিনিটে র্যাব সদস্যরা ঝিনাইগাতী বাজারস্থ শালচুড়া থেকে কৈরোডগামী পাকা রাস্তার পাশে ‘‘ডাচ-বাংলা ব্যাংক পিএলসি” অফিসের সামনে অভিযান চালায়। এ সময় মোঃ তানভীর আহম্মেদ হৃদয় (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি শালচুড়া গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম মোঃ আঃ রাজ্জাক।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৯ লিটার ৮৭৫ মিলিলিটার পরিমাণের ৩২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৮৫,০০০ টাকা।
র্যাব সূত্রে জানা গেছে, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ দুপুরে র্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। র্যাব জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে তাদের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited