খেলাধুলা ডেস্ক:
২০২২ সালের আগস্টে মঈন আলী বলেছিলেন, বছর দুয়েকের মধ্যে একদিনের ক্রিকেট হারিয়ে যেতে পারে। ওয়ানডে ক্রিকেট হারিয়ে গেছে কিনা সে উত্তর কে জানে! তবে মঈন এখন মনে করছেন, ওয়ানডে ক্রিকেট মরেই গেছে। বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া ওয়ানডে ক্রিকেটের এখন কোনো মূল্যই দেখছেন না তিনি। সম্প্রতি টকস্পোর্টস ক্রিকেটকে দেওয়া সাক্ষাৎকারে মঈন দাবি করেন, ওয়ানডে ফরম্যাট ক্রিকেটের সবচেয়ে বাজে ফরম্যাট। নিজের এমন দাবির পেছনে যুক্তিও দেখিয়েছেন তিনি। ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার বলেন, ‘বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া এই ফরম্যাট মরে গেছে। এটা সবচেয়ে খারাপ ফরম্যাট, এবং আমি মনে করি এর পেছনে অনেক কারণ আছে। নিয়মগুলো ভয়াবহ। প্রথম পাওয়ারপ্লের পর অতিরিক্ত ফিল্ডার, উইকেট নেওয়া বা চাপ তৈরি করার জন্য জন্য এটা ভয়াবহ একটা নিয়ম। এ কারণে এখন ক্রিকেটারদের গড় হচ্ছে ৬০-৭০।’ ৫০ ওভারের ক্রিকেট মরে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘তুমি যখন কাউকে বল করছ এবং চাপ তৈরি করছ, সে রিভার্স সুইপ খেলছে, সিঙ্গেলও নিচ্ছে না। চার হয়ে গেল। ব্যাটারদের রান করার সুযোগ করে দেওয়া হচ্ছে। সবকিছুর চেয়ে বড় ব্যাপার হলো- দুটি নতুন বল। এতে রিভার্স সুইং হারিয়ে ফেলেন। নরম বল হিট করার সুযোগ হারিয়ে ফেলেন। এসব কারণে ওয়ানডে ক্রিকেট মরে গেছে। ৫০ ওভারের ক্রিকেট একদম মরে গেছে।’ মঈন আলীর ধারণা, অদূর ভবিষ্যতে ঝাঁকে ঝাঁকে ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কারণেই আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আগ্রহ কমেছে জানিয়ে তিনি বলেন, ‘সমস্যা হলো- ওখানে টাকা আছে। টাকা ছড়ানো হয়। এটা এত বেশি যে মানুষ এটা ফেলতে পারে না। এড়িয়ে যাওয়া খুব কঠিন। আগামী কয়েক বছরে এমন অনেককেই দেখা যাবে যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে।’
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited