কোটালীপাড়া (গোপালগঞ্জ):প্রতিনিধি, মাহাবুব সুলতান
গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতের নাম-পরিচয় ও মৃত্যুর সঠিক কারণ এখনো পাওয়া যায়নি।
শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৮টায় কোটালীপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড বাগান উত্তরপাড়া বিন্দু দাসের ক্লিনিকের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
ওসি মো. আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে কোটালীপাড়া পৌরসভার ৬নং ওয়ার্ড় বাগান উত্তরপাড়া বিন্দু দাসের ক্লিনিকের পাশের রাস্তা দিয়ে হাটাহাটির সময় স্থানীয় জনগণ ওই পুকুরের ভিতর একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে।