মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

ফরিদপুরে মানব পাচার মামলার দুই আসামি গ্রেপ্তার

  • আপডেট এর সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৬২ বার পঠিত হয়েছে

বোয়ালমারী প্রতিনিধি : মুকুল বসু

ফরিদপুরের বোয়ালমারীতে মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাতে পাশ্ববর্তী সালথা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ আবুল বাশার (৫৪) ও একই এলাকার মোহাম্মদ আজাদ খাঁ (৩৫)। থানা সুত্রে জানা যায়, চলতি বছরের গত ২৬ ফেব্রুয়ারি জেলার বোয়ালমারী উপজেলার শেখর গ্রামের মো. ইউনুস বিশ্বাস ফরিদপুর মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনাল আদালতে ৬ জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বোয়ালমারী থানায় প্রেরণ করেন। তদন্ত শেষে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন/২০১২ এর ৬/৭/৮/১০ ধারায় রবিবার (৯ মার্চ) সকালে বোয়ালমারী থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামালার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আব্দুর রশিদ জানান, শনিবার দিনগত গভীর রাতে সালথা থানার বাহিরদিয়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আবুল বাশার (৫৪) ও মোহাম্মদ আজাদ খাঁকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মানব পাচার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

 

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ