শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা, শহীদ পরিবার ও আহতদের সম্মানে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শেরপুর পৌর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ মাহফিলের আয়োজন করা হয়।
ইসলামী ছাত্রশিবির শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—গোলাম কিবরিয়া, জামায়াত মনোনীত প্রার্থী, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী), জেলা আমির হাফিজুর রহমান, জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ডা. আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মাশহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন– শহীদ সবুজের মাতা সবুজা বেগম, মাহবুবের মাতা মাহফুজা খাতুন, বকুলের স্ত্রী নিলুফা আক্তার, সৌরভের বড় ভাই শুভন মিয়া, জীবন্ত শহীদ তালহা, শিবলী নোমানী, আরিফুল ইসলাম, বৈষম্যবিরোধী জেলা সমন্বয়ক নাহিদ আহম্মেদ নিলয়, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, জসিম উদ্দিন, আশরাফুল ইসলাম
মতবিনিময় শেষে উপস্থিত নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited