শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফাঁস হলো তামান্নার নতুন আইটেম গানের শুটিং ভিডিও ফেনীতে নকল সরবরাহের দায়ে শিক্ষকের দুই বছর কারাদণ্ড। আরও উন্নত হলো গুগল জেমিনি ২.৫ পরীক্ষায় ভালো ফলাফল করতে যেসব দোয়া পড়বেন এবার মার্কিন পণ্যেই ১২৫ শতাংশ শুল্ক আরোপ করল চীন ফেনীতে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও প্রচার জুলাই আন্দোলনের নেত্রী মাহবুবা তাবাচ্ছুম ইমা গ্রেপ্তার। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ প্রতিবাদ ও সংহতি র‍্যালি। রাজধানীতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ, রাষ্ট্রীয়ভাবে পণ্য নিষিদ্ধের দাবি ধর্ষণ মামলার আসামী আব্দুল কাদের (৫০) রাজবাড়ীর ধাওয়াপাড়ায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। শরণখোলায় বিএনপি’র পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

এবার জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২২ বার পঠিত হয়েছে

বাংলাদেশে এবছর (১৪৪৬ হিজরি) সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আবদুল মালেক।

ইসলামী শরিয়াহ মতে, মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে প্রদান করতে পারেন। এবছর নির্ধারিত হার অনুযায়ী:

 

• গম বা আটা: ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ১১০ টাকা।
• যব: ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ৫৩০ টাকা।
• খেজুর: ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২,৩১০ টাকা।
• কিসমিস: ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ১,৯৮০ টাকা।
• পনির: ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২,৮০৫ টাকা।

 

দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজারমূল্যের গড় হিসাবের ভিত্তিতে এই ফিতরার হার নির্ধারণ করা হয়েছে। তবে, স্থানীয় বাজার মূল্যের তারতম্য থাকতে পারে, সে অনুযায়ী স্থানীয় মূল্যে ফিতরা প্রদান করলেও তা গ্রহণযোগ্য হবে।

ইসলাম ধর্ম অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য রমজান মাসে ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক সন্তানদের ফিতরা তাদের অভিভাবককে প্রদান করতে হয়। এটি ঈদুল ফিতরের নামাজের আগেই বিতরণ করা আবশ্যক।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, ড. খলীলুর রহমান মাদানী, মাওলানা শাহ মো. নেছারুল হক, শায়খ যাকারিয়া (রা.) রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক মুফতি মিজানুর রহমান সাইদ, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ালিউল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব (মহাপরিচালক রুটিন দায়িত্ব) মোহাম্মদ ইসমাইল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মুহাম্মদ জালাল আহমদসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজানের শেষ সময়ে ফিতরা আদায় করে গরিব ও দুঃস্থদের সাহায্য করার মাধ্যমে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া ইসলামের অন্যতম শিক্ষা।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ