বছরটি যেন অ্যানিমেশনপ্রেমীদের জন্য বিশেষ কিছু। একের পর এক জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা উপহার দিয়ে দর্শকদের মন জয় করছে বিশ্বের অন্যতম বৃহৎ বিনোদন ইন্ডাস্ট্রি হলিউড। এবার সেই ধারাবাহিকতায় মুক্তি পেতে চলেছে আলোচিত সিনেমা ‘অ্যাজটেক ব্যাটম্যান: ক্ল্যাশ অব এম্পায়ার’। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণ করেছে অ্যানিমা ও ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশন। ছবিটির গল্প আবর্তিত হয়েছে একজন অ্যাজটেক তরুণ ছেলে ইয়োহুয়ালি কোয়াটলকে ঘিরে, যে ভয়াবহ ট্র্যাজেডির শিকার হয়। গল্প অনুযায়ী, স্প্যানিশ বিজেতারা তার বাবাকে হত্যা করে। এরপর প্রাপ্তবয়স্ক হয়ে কোয়াটল রাজা মক্টেজুমায়ের দরবারে একজন পুরোহিত হিসেবে কাজ শুরু করে। পাশাপাশি সে মন্দির টসিনাকানে তার সহকর্মী পুরোহিতদের সঙ্গে মিলে অস্ত্র ও সরঞ্জাম তৈরিতে মনোনিবেশ করে। পরবর্তী সময়ে সে তার বাবার হত্যাকারী স্প্যানিশ আগ্রাসীদের মোকাবিলা করতে ‘ব্যাটম্যান’ নামে মুখোশধারী রূপ ধারণ করে। এভাবেই সিনেমার গল্প এগিয়ে যাবে। ছবিটি নির্মাণ করেছেন জুয়ান মেজা-লিয়ন। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় তারকা আলভারো মোর্তে, হোরাসিও গার্সিয়া রোজাস, ওমর কাপারোসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি এ বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited