লক্ষ্মীপুর সংবাদদাতা
লক্ষ্মীপুররের রায়পুর বাজারে নিরাপদ খাদ্য অধিদপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ মামলায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং আনুমানিক ১০ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়েছে।
১৩ মার্চ (বৃহস্পতিবার) রায়পুর বাজারে গাজি কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিজান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) শাহেদ আরমান।
এসময় লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমদুর চক্রবর্তী,উপজেলা নিরাপদ খাদ্য অফিসার মো: তাজল ইসলাম, সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে নিম্নমানের অনুমোদনহীন পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য মজুদ, শিশুদের জন্য তৈরিকৃত নিম্নমানের ভেজাল পণ্য মজুদ ও বিক্রয়ের অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৩টি মামলায় ৩,৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়৷ একই সাথে দুইটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করা হয় এবং বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য জব্দ করা হয়। এরমধ্যে মা স্টোর এর সেলিম কে ২ লক্ষ টাকা, সবুজ স্টোরের সবুজকে ১ লক্ষ টাকা এবং আসরাফুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি) শাহেদ আরমান বলেন, আমরা জরিমানা করেছি, মালামাল জব্দ করেছি এবং দুটি গোডাউন সিল গালা করেছি। দুটি গোডাউনেই খুবই অস্বাস্থ্যকর পরিবেশ এবং ইদুর তেলাপোকায় ভরপুর। এ অসাধু ব্যাবসায়ীরা সাধারণত শিশুদের নানা ধরনের প্রলোভন দেখিয়ে এসব ভেজাল খাদ্য বিক্রি করছে। আমরা জনগণকে এদের বিরুদ্ধে সচেতন হওয়ার এবং প্রতিবাদ করার আহবান জানাচ্ছি।
তিনি আরো বলেন, জব্দকৃত মালামাল আপাতত আমরা নিয়ে যাচ্ছি পরে এগুলো ধ্বংস করে ফেলা হবে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited