সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা প্রদান ও মতবিনিময় সভা লিটনের হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকাকে ১৭৮ রানের টার্গেট দিল বাংলাদেশ গাজায় জ্বালানি সংকট ‘ভয়াবহ পর্যায়ে জাতিসংঘ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং পরিকল্পিতভাবে চক্রান্ত চলছে।মির্জা ফখরুল শরণখোলায় বিএনপি’র দ্ধি- বার্ষিক সম্মেলনে নির্বাচিত হলেন:যারা  জমি রেজিস্ট্রির টাকা আত্মসাৎ করে পলাতক গ্রেফতারি পরোয়ানাজারি সোহাগ হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কুমিল্লায় বাণিজ্যিকভাবে বাঁশ চাষে স্বাবলম্বী দুই হাজার পরিবার দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজিতে অকৃতকার্য বেশি মোংলা বন্দরে একটি প্রকল্পের কাজ সম্পন্ন, চারটি দ্রুত এগোচ্ছে
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

বোয়ালমারীতে বৃদ্ধের বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

  • আপডেট এর সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৫৫ বার পঠিত হয়েছে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:মুকুল বসু

ফরিদপুরের বোয়ালমারীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে বুধই শেখ নামের ষাট বছর বয়সী এক বৃদ্ধকে প্রাধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে বোয়ালমারী থানায় মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত বুধই শেখ (৬০) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া গ্রামের বাসিন্দা। গত ১১ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে বুধই শেখের বাড়ির পাশের জনৈক শিশু (৭) পার্শ্ববর্তী মাঠে গেলে বুধই শেখ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে বুধই শেখ পালিয়ে যায়। পরে বুধই শেখের বাড়িতে শিশুটির স্বজনেরা বিষয়টি সম্পর্কে শুনতে গেলে মামলার অন্য আসামীরাসহ বুধই শেখ তাদের লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন এবং ভয়ভীতি দেখান। বুধই শেখের বিরুদ্ধে এরূপ কাজে আগেও জড়িত থাকার বদনাম আছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে শিশুটির বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৯ (৪) (খ) তৎসহ ৩২৩/৫০৬ (২) পেনাল কোড ১৮৬০ ধারায় বোয়ালমারী থানায় পরদিন মামলা দায়ের করেন। মামলা নং ১১। মামলায় বুধই শেখকে প্রধান আসামী করে ৪ জনের নামে মামলা রুজু করা হয়েছে। মামলার অন্য আসামীরা হলেন- বুধই শেখের ভাই ছলেমান শেখ (৫৫), একই গ্রামের হবি শেখ (৫০) এবং বদিয়ার শেখ (৪৮)।
মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ