নিজস্ব সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী রায়পুর উপজেলা ও পৌরসভা।
রবিবার শহরের গুহা চাইনিজ রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রায়পুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইয়্যেদ নাজমুল হুদা এর সভাপতিত্বে ও সেক্রেটারি এডভোকেট আব্দুল আউয়াল রাসেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজির আহমদ।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, জেলা সূরা সদস্য সর্দার সৈয়দ আহমেদ, লক্ষ্মীপুর প্রতিদিন এর সম্পাদক হাবিবুর রহমান সবুজ।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা ফজলুল করিম, নায়েবে আমীর এডভোকেট কামাল উদ্দিন, সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব, উপজেলা সহকারী সেক্রেটারি আবুল কাশেম, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক অধ্যক্ষ নিজাম উদ্দিন, পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ফজলুল করিম, সূরা সদস্য সাইফুর রহমান রাকিব, কাউছার হোসেন, জেলা শিবিরের সেক্রেটারি আরমান হোসেন।
এসময় লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসেন নুর নবী বলেন, বাংলাদেশে জামায়াত ইসলামি সবসময় মিডিয়া বান্ধব। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দকে হত্যা করেছে।শুধু হত্যাই করেনি আমাদের বাড়িঘর ভেঙ্গেচুরে শেষ করে দিয়েছে। এমন ফ্যাসিস্ট এর হাত থেকে যাদের মাধ্যমে উদ্ধার হয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের জন্য দোয়া করছি।
এসময় তিনি সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস দেন। এবং সত্য মিথ্যা যাচাই করে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহবান জানান।
উক্ত ইফতার মাহফিলে রায়পুর প্রেসক্লাব সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited