লক্ষীপুর, নিজস্ব প্রতিনিধি
লক্ষীপুরের রায়পুর উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক ইতালি প্রবাসী রুবেল পাটোয়ারী সবুজ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে রায়পুর উপজেলা গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান।
রবিবার (১৬ ই মার্চ) ৩নং চরমোহনা ইউপির আব্দুর রহমান পাটোয়ারী বাড়ি সংলগ্ন মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রায়পুর উপজেলা শাখার ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
লক্ষীপুর জেলা গণঅধিকার পরিষদের সংগঠক সার্জন সাইফুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণঅধিকার পরিষদের সাবেক জেলা আহ্বায়ক এডভোকেট নূর মোহাম্মদ।
ও উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সাবেক সদস্য সচিব সার্জন সোলাইমান চৌধুরী, রমজান আলী শিপন, শাহ আরমান সাগর, জসিম হোসাইন,মাসুদ আলম পরাজি, জেলা ছাত্র নেতা আরিফ হোসাইন, তানবীরা হায়দার সোহেন প্রমুখ।
বক্তাগণ মানুষের অধিকার আদায়, জাতীয় স্বার্থ রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদে যুক্ত হওয়ার জন্য সকলকে আহবান জানান। বৈষম্যহীন সমাজ, শোষন ও নিপীড়নমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও দোয়া-মুনাজাত পরিচালনা করেন যুব অধিকার পরিষদের নেতা হাফেজ ফারুক হোসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়পুর উপজেলা শাখার সেক্রেটারি এডভোকেট আবুল কালাম, যুবদল নেতা মোরশেদ ভূঁইয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited