রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের বিরুদ্ধে সেবার অনিয়ম ও অসদাচরণের অভিযোগ।

  • আপডেট এর সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৮ বার পঠিত হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি মোঃ জিল্লুর রহমান
গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সানজিদা আক্তার সেতুর বিরুদ্ধে রোগী ভর্তি না নেওয়া ও অসদাচরণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ আনসারুজ্জামান রেজুয়ান এ বিষয়ে সাঘাটার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, গত ১৫ মার্চ সকালে এক ব্যক্তি চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক ডা. সানজিদা আক্তার সেতু রোগীকে ভর্তি ও চিকিৎসা প্রদান না করে অবহেলা করেন। এছাড়াও রোগীর সঙ্গে তিনি অসদাচরণ করেছেন। একইভাবে ভর্তি না নেওয়ার কারণ জানতে ঐ সাংবাদিক এ চিকিৎসা কর্মকর্তার নিকট গেলে তার সঙ্গেও অসদাচরণ করেছেন ডাঃ সানজিদা আক্তার
এদিকে, অভিযুক্ত চিকিৎসক ও মেডিকেল অফিসার সেতুর মুঠোফোনে কল করা হলে তার অফিশিয়াল মুঠোফোন টি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হরহামেশাই এ চিকিৎসক এরকম দায়িত্বহীন আচরণ করে থাকেন। এতে সাধারণ রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
ভুক্তভোগী ও স্থানীয়রা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে সাধারণ মানুষ নিরবচ্ছিন্ন ও সঠিক চিকিৎসাসেবা পেতে পারে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ