শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফাঁস হলো তামান্নার নতুন আইটেম গানের শুটিং ভিডিও ফেনীতে নকল সরবরাহের দায়ে শিক্ষকের দুই বছর কারাদণ্ড। আরও উন্নত হলো গুগল জেমিনি ২.৫ পরীক্ষায় ভালো ফলাফল করতে যেসব দোয়া পড়বেন এবার মার্কিন পণ্যেই ১২৫ শতাংশ শুল্ক আরোপ করল চীন ফেনীতে কলেজ ছাত্রীর অশ্লীল ভিডিও প্রচার জুলাই আন্দোলনের নেত্রী মাহবুবা তাবাচ্ছুম ইমা গ্রেপ্তার। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ প্রতিবাদ ও সংহতি র‍্যালি। রাজধানীতে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ, রাষ্ট্রীয়ভাবে পণ্য নিষিদ্ধের দাবি ধর্ষণ মামলার আসামী আব্দুল কাদের (৫০) রাজবাড়ীর ধাওয়াপাড়ায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। শরণখোলায় বিএনপি’র পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

তীব্র গরমের পাকিস্তান বংশোদ্ভূত ক্রিকেটারের মৃত্যু

  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৫ বার পঠিত হয়েছে

অ্যাডিলেডে তীব্র গরমের মধ্যে একটি ম্যাচ চলাকালে পাকিস্তান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার জুনাইদ জাফর খান দুঃখজনকভাবে মারা গেছেন। ওল্ড কনকর্ডিয়া ক্রিকেট ক্লাবের হয়ে খেলা খান হঠাৎ করেই কনকর্ডিয়া কলেজ ওভালে মাঠে পড়ে যান এবং আর জ্ঞান ফেরেনি।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে এমন এক সময়ে যখন মাঠের তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। জুনাইদ ওই দিন মাঠে ৪০ ওভার ফিল্ডিং করার পর ব্যাটিং করতে নেমে সাত ওভার ব্যাট করেন। ব্যাটিং করতে নামার কিছুক্ষণ পরই তিনি মাঠে পড়ে যান।

জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মেডিকেল স্টাফরা তাকে সিপিআর দেন ও তার চেতনা ফেরানোর চেষ্টা করেন। তবে তাদের প্রচেষ্টা সফল হয়নি।

তার আকস্মিক মৃত্যুতে সতীর্থ ও ক্রিকেট মহলে শোকের ছায়া নেমে এসেছে। ওল্ড কনকর্ডিয়া ক্রিকেট ক্লাব তাদের গভীর শোক প্রকাশ করেছে এবং জীবন রক্ষার প্রচেষ্টায় জরুরি সেবা প্রদানকারীদের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে।

অ্যাডিলেড টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী, তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে ম্যাচ বাতিল করা হয়। তবে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খেলা চালানোর অনুমতি দেওয়া হয়। জুনাইদের মৃত্যুর আনুষ্ঠানিক কারণ এখনও নির্ধারিত হয়নি।

ইসলামিক সোসাইটির সভাপতি আহমেদ জ্রেইকা জানান, খান রোজা রাখার কারণে তার মৃত্যুর সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক রয়েছেÑএমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। জুনাইদ ২০১৩ সালে পাকিস্তান থেকে অ্যাডিলেডে যান প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে। তারপর ক্রিকেটে থিতু হয়ে যান। ক্রিকেট সম্প্রদায় ও ওল্ড কনকর্ডিয়া ক্রিকেট ক্লাব তাদের প্রিয় এই খেলোয়াড়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ