প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ১১:৫৭ এ.এম
ঈদে ফিরছেন ঐন্দ্রিলা

অভিনয় হোক কিংবা গানে, একটা সময় নিয়মিত ছিলেন প্রয়াত মহানায়ক বুলবুল আহমেদের কন্যা ঐন্দ্রিলা আহমেদ। সংসার, চাকরি সামলে এখন মাঝেমধ্যে পর্দায় দেখা দেন তিনি। এবারের ঈদুল ফিতরে একাধিক অনুষ্ঠান নিয়ে ফিরছেন এই অভিনেত্রী। তাকে অনুষ্ঠান উপস্থাপনাও করতে দেখা যাবে, আবার অতিথি হিসেবেও।
জানা গেছে, আসন্ন ঈদে গাজী টেলিভিশনে প্রচারিত হবে ঈদের বিশেষ রান্নার অনুষ্ঠান ‘পুষ্টি ঈদের রান্না’। এটি উপস্থাপনা করতে দেখা যাবে ঐন্দ্রিলাকে। যা ঈদের দিন থেকে সাত দিন প্রচারিত হবে। এ ছাড়া প্রায় দুই দশক পর তাকে দেখা যাবে বিটিভির ‘ইফতারের রসুইঘর’ অনুষ্ঠানে। উপস্থাপনার বাইরে তাকে তিনটি চ্যানেলে অতিথি হিসেবে দেখা যাবে।
ঐন্দ্রিলা আহমেদ কালের কণ্ঠকে বলেন, ‘এবার ঈদের বেশ কিছু অনুষ্ঠান করেছি। গাজী টিভিতে প্রতিবছর ঈদেই ‘পুষ্টি ঈদের রান্না’ অনুষ্ঠানটি উপস্থাপনা করি। এবারের মজার বিষয় হচ্ছে, সাত দিন সাতটি দেশের রান্নার রেসিপি দেখানো হবে।
তা ছাড়া বিটিভিতে প্রায় ২০ বছর পর অনুষ্ঠান করেছি। এটা আমার অন্য রকম এক ভালো লাগার জায়গা। সব কিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে।’
উপস্থাপনায় দেখা গেলেও এবার তাকে অভিনয়ে কিংবা গানে পাওয়া যাবে না বলে জানালেন তিনি। বললেন, ‘আমি তো কাজ করতেই চাই। কিন্তু সে রকম কোনো কাজ আসেনি করার মতো। তা ছাড়া গানের প্রতি তো আমার অন্য রকম এক দুর্বলতা আছে, চাই নতুন কিছু গান করতে। দেখা যাক কী হয়।’
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited