কোটালীপাড়া ( গোপালগঞ্জ) মাহাবুব সুলতান
আজ বুধবার (১৯ মার্চ) কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রেস্টুরেন্টে ইফতারের আয়োজন করা হয়েছে। ইফতারের আগের মুহূর্তে তাকওয়া অর্জন সম্পর্কে ও মাহে রমজানের ভূমিকা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাসিন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় খেলাফত মজলিসের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ফারুক হাসান নদভী, গওহরডাঙ্গা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দীস মুফতি মোরতাজা হাসান, জামায়াতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, বিএনপির যুগ্ম আহবায়ক ফায়েকুজ্জামান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মানজুরুল হক, উলামা কল্যাণ সমিতির সভাপতি মুফতি মাসউদুর রহমান, মাওলানা কাওসার আহমেদ, মাওলানা আনসার উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খেলাফত মজলিসের কোটালীপাড়া শাখার দপ্তর সম্পাদক মাওলানা অহিদ মানসুর।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited