মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এসএসসি) গণিত পরীক্ষা একদিন পিছিয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ২০ এপ্রিল গণিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে ২১ এপ্রিল অনুষ্ঠত হবে। ২০ এপ্রিল ইস্টার সানডে হওয়ায় গণিত পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা পেছানো হয়। আগামী ১৩ এপ্রিলের বদলে এ পরীক্ষা এক মাস পিছিয়ে আগামী ১৩ মে হবে।
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল। প্রথম দিন হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেওয়া হবে প্রতিদিনের পরীক্ষা। তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে, সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময়ে।
এবছর এসএসসি ও সমমান পরীক্ষা দিবেন ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। তাদের মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
এসএসসি পরীক্ষার শুরু থেকে শেষ দিন পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited