আগামী পরশু (২২ মার্চ) বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর দেশে ফিরে অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা জাতীয় দল। এ নিয়ে কোচ স্কালোনি বলেন, ‘আমরা অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলব। আর এই ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ বাহিয়া ব্লাঙ্কার গুরুত্বপূর্ণ হাসপাতাল পুনর্গঠনে দান করা হবে।’ শুধু তা-ই নয়, বন্যাদুর্গতদের দীর্ঘমেয়াদি সহায়তায় অভিনব এক চুক্তিও করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।