ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে তাকওয়া হাসপাতাল লিমিটেড এর ৩ মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে এক ভুক্তভোগী।
বাদুঘর নিবাসী মৃত রেজ্জাক মিয়ার মেয়ে তাহমিনা বেগম বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।
অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা হলেন, তাকওয়া হাসপাতালের ম্যানেজার শফিকুল ইসলাম , ভাদুঘর ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসিন্দা তাকওয়া হাসপাতালের পরিচালক মোঃ আল আমিন, তাকওয়া হাসপাতালের শেয়ারহোল্ডার মোঃ হেলাল মিয়া।
বাদিনির অভিযোগ সূত্রে জানা যায় তিনি দীর্ঘদিন থেকে হাসপাতালের মার্কেটিং অফিসারের দায়িত্ব পালন করেছিলেন কিছুদিন আগে আগে তাকওয়া হাসপাতাল থেকে তাকে চাকরি থেকে বিদায় করে দেন ।
চাকরি নেওয়ার পরথেকে আসামিরা অপরাপর য়োগ সাজোসে বিভিন্নভাবে তার কাছ থেকে শেয়ারহোল্ডার দিবে মর্মে প্রায় দুই দফায় ৫ লক্ষ টাকা নেন।
এবং আসামিদের অপরাপর যোগ সাজোসে বিভিন্ন সময় তার সাথে বিবাহের আশ্বাসে এবং ব্ল্যাকমেলিং এর মাধ্যমে শারীরিক সম্পর্কে লিপ্ত হন।
বিভিন্ন সময় ঘটনার প্রতিকার চেয়ে না পেয়ে বাদি থানায় অভিযোগ দায়ের করেন
তিনি জানান ন্যায়বিচারের স্বার্থে থানায় অভিযোগ দায়ের করেন সুস্থ তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনার
জন্য জোর দাবি জানান। ঘটনার সাক্ষী সাবত উপস্থিত আছে বলিয়া বাদিনী অভিযোগে উল্লেখ করেন।
এ ব্যাপারে মামলা তদন্তকারী অফিসার সুজনচন্দ্র পাল এর সাথে কথা বললে তিনি জানান, অভিযোগকারীর একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগ তদন্ত করে পরবর্তী বেস্থা গ্রহণ করা হবে।