ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার ৫ নং ওয়ার্ডের অলি মাহমুদের পাড়ায়।
গতকাল আনুমানিক সন্ধ্যা ৬ ঘটিকায় ভূমিদস্যু রাব্বি পিতা সামসু মিয়া তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অলি মাহমুদের পাড়ার মিতা আব্দুর শুকুর মিয়ার বাড়িতে গিয়ে হামলা করে দুইজনকে আহত করে আহ তোরা হলেন ” আব্দুস শুকুরের ছোট ভাইয়ের বউ ফুল নেশা বেগম” শামীমৃত আবুল হোসেন। ” মোছাম্মদ তাওসিয়া আক্তার” পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম অতঃপর তারা কয়েকটি পরিবারের উপর জায়গা দখলের জন্য আক্রমণ চালায়।
আক্রমণের ভয়াবহতা এমন ছিল যে ঘটনাস্থলে ২ জন লোক আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধের কারণে তাদের মধ্যে ঝগড়া চলে আসছিল এই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা ছয়টায় বিশেষ বাহিনী নিয়ে রাব্বি এই আক্রমণ পরিচালনা করেন। ঘটনা ক্রমে জানা যায় “রাব্বি এলাকার উগ্র এবং বখাটে লোক যার হুমকি ধমকির সামনে কেউ কথা বলে না।