মোঃ কামরুল ইসলাম টিটু
স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের শরণখোলায় শুক্রবার বিকেলে সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রামের একটি বাগান থেকে ২০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে । অজগরটিন একটি ছাগল মেরে ফেলেছে। উদ্ধারকৃত অজগরটি শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সোনাতলা গ্রামের কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (সিপিজি) লিডার মোঃ খলিলুর রহমান জানান, গ্রামের মরিয়ম বেগমের একটি ছাগল খোজ করে না পেয়ে প্রতিবেশী মালেকের বাড়ির বাগানে বেলা ৩টার দিকে গিয়ে দেখেন বিশাল একটি অজগর তার বকরি ছাগলটিকে আক্রমন করে মেরে ফেলেছে এবং মৃত ছাগলটিকে পেচিয়ে ধরে রেখেছে। মরিয়ম বেগম এ দৃশ্য দেখে তাঁকে জানান। পরে তিনি তার সিপিজি সদস্য ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। লোকজনের টের পেয়ে সাপটি ছাগলটিকে ছেড়ে দিয়ে পার্শবর্তী ঝোপের মধ্যে আশ্রয় নেয়। পরে তল্লাশী চালিয়ে তারা অজগরটিকে উদ্ধার করেন। ২০ ফুট লম্বা অজগরটির ওজন আনুমানিক ৫৫ কেজি। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন বলেন, সোনাতলা গ্রামের তজুরগেট এলাকার মালেকের বাড়ির বাগান থেকে উদ্ধার হওয়া অজগরটি বনরক্ষীদের সহায়তায় সিপিজি ও ভিটিআরটির সদস্যরা শুক্রবার সন্ধ্যায় শরণখোলা ষ্টেশন অফিস সংলগ্ন সুন্দরবনে বনে ছেড়ে দিয়েছে।
সম্পাদক : হালিমা খাতুন, নির্বাহী সম্পাদক : মুন্সি মোঃ আল ইমরান। MAA 23 Multimedia Limited এর পক্ষে প্রকাশক কর্তৃক শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১, মুঠোফোন : ০১৮১৭-৫৩০৯৫২, ০১৯৭৯-৭৯৯১৪৬। ইমেইল : dailybartomandeshsangbad@gmail.com
© All rights reserved © Maa 23 Multimedia Limited