মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শাল্লার সাংবাদিককে নিয়ে অপপ্রচার মহাসড়কে ছোট বড় খানাখন্দ, ভোগান্তিতে হাজারো মানুষ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের শরণখোলা উপজেলা বিএনপির কমিটির নির্বাচন নিয়ে বিরোধ তুঙ্গে । বোনারপাড়ায় সেনাবাহিনীর অভিযানে ২৪০ লিটার মদসহ আটক ৩ জন। জেলা বিএনপি’র সভাপতি ও সাধারন সম্পদকে পটুয়াখালীতে গণসংবর্ধনা সুন্দরবনে ১০০ ফুট মালা ফাঁদ উদ্ধার ত্যাগীদের অন্তর্ভুক্তি করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি। গোবিন্দগঞ্জে সারা রাত অভিযান: দেশীয় অস্ত্র ও মাদক সহ শীর্ষ ৪ সন্ত্রাসী আটক। পশ্চিম যাত্রাবাড়ী পঞ্চায়েত কমিটির পূর্ণ গঠন ও দোয়া মাহফিল সুন্দরবনে বিপুল পরিমাণ মাছ ও সরঞ্জাম জব্দ করেছে বন বিভাগ।
জরুরী বিজ্ঞপ্তি
দৈনিক বর্তমান দেশ সংবাদ এ সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন : ৭৮/৪/ সি তৃতীয় তলা, কাজলা ব্রীজ-উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। ফোন ০২-২২৩৩৪২১৪১,  মুঠোফোন :  ০১৮১৭-৫৩০৯৫২।

আলোর ভিতরে রয়েছে অন্ধকার ভূত

  • আপডেট এর সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পঠিত হয়েছে

আলোর ভিতরে রয়েছে অন্ধকার ভূত

রির্পোটার: ফরহাদ খাঁন আকাশ

 

ভেজাল ভেজালে যেন অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে আমার আপনার এই সোনার বাংলাদেশ যে দেশের উন্নতির কথা চিন্তা করে করে ছিল যুদ্ধ এনেছিল স্বাধীনতা কি লাভ হল।

এই স্বাধীনতারে যদি প্রতিনিয়ত থাকে আলোর ভিতরে অন্ধকারের ভূত, জি বলছি রাজধানী পুরান ঢাকার সিদ্দিক বাজার এর কথা।

যেখানে রয়েছে বসবাস করার সকল পণ্য তার ভিতরে অন্যতম হচ্ছে বৈদ্যুতিক তার যার দ্বারা রাতের আধারে কাছে হয় ফুটফুটে আলো এবং সকল প্রকার কাজের নিস্তার।

সেই আলোর মাঝেই যদি অবৈদ্য পন্থায় কেউ তৈরী করে বৈদ্যুতিক তার, জি বলছি সিদ্দিক বাজার ১৮/১ কাজী আব্দুল হামিদ লেন ৫ম তলার, মোঃ আকরাম সাহেবের অবৈদ্য বৈদ্যুতিক তারের কারখানার কথা  ছোট একটি ফ্লাট ভাড়া করে তৈরী করছেন ভেজাল তার যেটার নেই কোন গুনগত মান।

এক পর্যায় দৈনিক বর্তমান দেশ সংবাদ একটি চৌকস টিম প্রতিবেদনের জন্য গেলে উঠে আসে সব  ভেজাল করে বানানো বৈদ্যতিক ক্যবল রহস্য।

প্রতিবেদন দেখা যায়, ছোট পরিসরের এই জায়গার ৪/৫ জন শ্রমিক সেখানে কাজ করছেন।

চোখ বুঝলে দেখা যায় নেই কোন ল্যাব রুম নেই কোন ক্যামিষ্ট তাহলে এই ক্যবলের মান কিভাবে নিয়ন্ত করছে্

এক পর্যায় কোম্পনী মালিক মোঃ আকরাম সাহেবকে মুঠো ফোন কল দিলে জানা যায়, তার নেই কোন বিএসটিআই অনুমোদন, নেই কোন পরিবেশ ছাড় পএ, নেই কোন কোন ফায়ারের অনুমোদন।

তাহলে কিভাবে চলছে প্রশাসনিক কর্মকতাদের নাকের ডগার উপর দিয়ে এই প্রতিষ্ঠান এক পর্যায় এই বিষয় ক্যবল এসোসিয়সনেরি এর সভাপতি জনাব, নিজাম উদ্দিন সাহেব সাথে মুঠো ফোনে কথা হয় এবং পরে কথা হয় এসোসিয়সনেরি ভাইস প্রেসিডেন্ট জনাব, সাগর সাহেবের সাথে।

তাই সংষ্টট কতৃপক্ষদের কাছে ও দেশবাসীর একটাই চাওয়া অচীরে বন্ধ করা হোক এই ধরনের অবৈধ্য কারখানা যার দ্বারা ক্ষতি হচ্ছে দেশ ও জনগন।

 

সংবাদটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ